নাটোরে মা গোখরাসহ ২৫টি সাপের বাচ্চা পিটিয়ে মেরে ফেললো এলাকাবাসী

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের বসত ঘর থেকে পাওয়া মা গোখরাসহ ২৫টি সাপের বাচ্চা পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী। বুধবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার আনন্দনগর মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষক সৈয়দ আলী জানান, গেল সোমবার তার স্ত্রী ঘরের মেঝেতে সাপের খোলস দেখতে পান। এরপর প্রতিবেশীদের পরামর্শে বাজার থেকে কার্বলিক অ্যাসিড কিনে এনে বসতঘরে রেখে দেন। পরে বুধবার দুপুরের পর থেকে ঘরের মেঝে থেকে পরপর কয়েকটি সাপের বাচ্চা বের হতে দেখে বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে প্রতিবেশীদের ডেকে কোদাল দিয়ে মেঝের মাটি সরাতে থাকলে একের পর এক বের হতে থাকে গোখরা সাপের বাচ্চাগুলো। একপর্যায়ে মা সাপটিও বের হয়। তখন এলাকাবাসী মা সাপটিসহ বাচ্চাগুলোকে পিটিয়ে মেরে ফেলে। পরে সেগুলোকে মাটি চাপা দেয়া হয়।

স্থানীয় পরিবেশকর্মী নাজমুল হাসান নাহিদ জানান, আতঙ্কিত না হয়ে পরিবেশকর্মীদের অথবা স্থানীয় বন বিভাগের সাথে যোগাযোগ করলে সাপগুলো উদ্ধার করে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেয়া যেতো। অজ্ঞতার কারণে আতঙ্কিত হয়ে গ্রামবাসী সাপগুলোকে মেরে ফেলেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply