Site icon Jamuna Television

আফগানদের রানের চাকা আটকে রেখেছে টাইগাররা

দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, এটি এতক্ষণে টাইগার ভক্তদের জানা হয়ে গেছে। টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান যখন বোলিংয়ের সিদ্ধান্ত নেন তখন হয়তো আরও ভালো কিছু আশা করেছিলেন। প্রথম ১০ ওভারে আফগানিস্তানের মাত্র ১ উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। তবে স্বস্তির বিষয় হলো রানের লাগামটা ধরে রাখতে পেরেছে টাইগাররা। রানের চাকা ঘুরাতে মরিয়া আফগানিস্তান ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে করেছে ৯১ রান। এখন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ।

এর দল নির্বাচনেই চমকে দিয়েছে বাংলাদেশ। একদম শেষ মুহূর্তে ডাক পাওয়া পেসার আবুল হাসান আছেন দলে। দুই আফগান ওপেনার উসমান গনি ও মোহাম্মদ শেহজাদ অনায়াসে কাটিয়ে দিয়েছেন পাওয়ার প্লে। বাংলাদেশকে প্রথম সুখবর এনে দিয়েছেন রুবেল হোসেন। ৯ম ওভারে রুবেলের তৃতীয় বলে বোল্ড হয়েছেন গনি। এর আগে ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৬ রান করেছেন এই ওপেনার।

বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আবুল হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও আবু জায়েদ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version