ঠাকুরগাঁওয়ে গুলিতে শিশুর মৃত্যুর ঘটনায় মামলা হয়নি, চলছে ময়নাতদন্ত

|

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে নির্বাচন পরবর্তী সহিংসতার সময় গুলিতে বাবার কোলে শিশু সন্তান নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। ময়নাতদন্ত চলছে মরদেহের।

বুধবার (২৭ জুলাই) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে পুলিশের সাথে সহিংসতায় জড়ায় এক মেম্বার প্রার্থীর উত্তেজিত সমর্থকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে গুলিতে মারা যায় স্থানীয় বাদশা আলমের ৬ মাসের মেয়ে সুমাইয়া আক্তার (আশা)।

পুলিশ জানায়, বাচোর ইউনিয়নের একটি কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে তাদের ওপর চড়াও হয় মেম্বার প্রার্থীর সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও গুলি ছোঁড়ে পুলিশ। তবে তাদের গুলিতে শিশুটি মারা যায়নি বলে দাবি আইনশৃঙ্খনা বাহিনীর।

ফোনে যমুনা নিউজকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কোনো কথা বলতে পারবো না। কারণ যেভাবে খুলি উড়ে গেছে পুলিশের গুলিতে এভাবে খুলি উড়ে যাওয়ার কথা না।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply