Site icon Jamuna Television

স্লগ ওভারে ঘুরে দাঁড়ালো আফগানরা

স্লগ ওভারের যেন ঝড় তুললো আফগান ব্যাটম্যানরা। একের পর এক সীমানা ছাড়া শটে টাইগারদের সামনে ১৬৮ রানের বড় লক্ষ্যই ছুঁড়ে দিলো তারা।

অথচ ম্যাচের ১৩-তম ওভারে আফগানিস্তানের রান ছিল লাগামের মধ্যেই- ২ উইকেটে ৯০ রান। ১৪-তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ৫ রান দিয়ে নিলেন ২ উইকেট। ১৫-তম ওভারে এসে ৫ রান দিলেন নাজমুল ইসলাম। ১৬-তম ওভার থেকে শুরু হয় আফগান ঝড়। শেষ ৫ ওভারে ৭১ রান তুলেছে তারা। সবচেয়ে বেশি ধকল গেছে আবু জায়েদ রাহী ও আবুল হাসান রাজুর ওপর। ১৮-তম ওভারে ১টি উইকেট নিলেও ২০ রান দিয়েছেন রাহী। আর আবুল হাসান রাজুর করা ২০-তম ওভারে আফগানদের ৩টি উইকেট পড়লেও রানের চাকা থামেনি। ৩টি বিশাল ছয় ও একটি অতিরিক্ত রানে ১৯ রান তুলে নেয় তারা।

আজকের ম্যাচে বাংলাদেশের স্পিনাররা ভাল মুভমেন্ট পাচ্ছিলেন। আফগান ব্যাটসম্যানদের ভালোই ভুগতে হচ্ছিল। তবু তাদের ব্যবহার করা নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। বিশেষ করে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নেয়ার পরও মাহমুদুল্লাহ’র হাতে আর বল তুলে না দেয়ার কী ব্যাখ্যা? সেটি অধিনায়কই ভালো বলতে পারবেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version