কিম জং উনের হুমকি, পরমাণু হামলা নিয়ে সতর্ক করলেন সিউল-ওয়াশিংটনকে

|

আবারও পরমাণু হামলার হুমকি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। যে কোনো ধরনের মার্কিন হামলার জবাব দিতে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভাণ্ডার প্রস্তুত আছে বলেও জানান তিনি। কোরিয়া যুদ্ধ বন্ধের ৬৯তম বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে এই মন্তব্য করেন কিম। খবর ডয়েচে ভেলের।

তিনি বলেন, পিইয়ংইয়ংকে যুদ্ধের দিকে ঠেলে দিলে ভয়ংকর পরিণতি বরণ করতে হবে সিউল এবং ওয়াশিংটনকে। এমনকি দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা উস্কানি হিসেবে গণ্য হবে বলে হুঁশিয়ারি দেন কিম।

চলতি বছর কিম রেকর্ডসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন এবং ২০১৭ সালের পর দেশটি হয়তো প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply