মানিকগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

|

ভুক্তভোগী দুই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতীকী ছবি।

মানিকগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। ইতোমধ্যে ভুক্তভোগী দুই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পুলিশ ও ভুক্তোভাগী শিশুদের পরিবার জানায়, এসএসসি পরীক্ষার্থী অভিযুক্ত ওই কিশোর প্রতিবেশী ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে। এ দৃশ্য দেখে ফেলে সমবয়সী আরেক শিশু। পরে তাকেও জোরপূর্বক ধর্ষণ করা হয়। ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে রাখে ওই কিশোর। এরপর শিশুদুটিকে ব্লাকমেইল করে আরও একাধিকবার ধর্ষণ করে সে। বুধবার (২৭ জুলাই) বিকেলে ভুক্তভোগী শিশুরা ঘটনাটি তাদের পরিবারকে জানায়।

এরপর থানায় আসতে চাইলে এলাকার কয়েকজন সন্ত্রাসী তাদের বাধা দেয় বলেও অভিযোগ করে ভুক্তভোগী শিশুদের পরিবার। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ভিকটিমদের উদ্ধার করে ও অভিযুক্তকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই শিশুর মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় আলাদাভাবে দুটি মামলা দায়ের করেছেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply