এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি: 

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের সাথে বাসের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা চালতিপাড়া এলাকায় ঢাকামুখী লেনে হানিফ পরিবহনের বাস খুঁটিবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. মাসুদ জানান, ট্রাক ও বাস দু’টি গাড়িই ঢাকার অভিমুখে যাচ্ছিল। চালতিপাড়া এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে বাসটি ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকে থাকা খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। হেলপারসহ কিছু যাত্রী আহত হয়েছে। আমরা পৌঁছানোর পূর্বেই ৫ জনকে সিএনজিতে করে ঢাকায় নেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। অপর আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থলেই রয়েছে, তবে অপর গাড়িটি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করেছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply