উহানে করোনা শনাক্ত ৪ জন, লকডাউনে কমপক্ষে ১০ লাখ

|

করোনার উৎপত্তিস্থল হিসেবে বিবেচিত উহানে চার জনের শরীরে নতুনভাবে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এরপরই বৃহস্পতিবার কমপক্ষে ১০ লাখ বাসিন্দাকে আবারও লকডাউন করা হয়। খবর বিবিসির।

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী তিনদিন বাসা বা দাফতরিক কার্যালয় ত্যাগ করতে পারবেন না বাসিন্দারা। এরমাঝেই, ‘জিরো কোভিড’ নীতিমালা অনুসরণ করা হবে। সে অনুসারে গণ-নমুনা পরীক্ষা করানোর এবং কঠোর আইসোলেশন মানার নির্দেশ দেয়া হয়েছে। খুব জরুরি প্রয়োজনে শহর ছাড়ার আগে অবশ্যই প্রশাসনকে দেখাতে হবে সংশ্লিষ্ট নথিপত্র।

গেলো দু’দিনে উপসর্গ থাকায় নিয়মিত পরীক্ষার সময় দুই ব্যক্তির শরীরে শনাক্ত হয় করোনা। নিবিড় পর্যবেক্ষণে বেরিয়ে আসে তাদের সংস্পর্শে থাকা আরও দু’জন করোনা আক্রান্ত। এরপরই আসে লকডাউন জারির ঘোষণা। জুনেই চীনের অন্যতম বাণিজ্যিক শহর সাংহাই থেকে তোলা হয় দীর্ঘ দু’মাসের লকডাউন। করোনা মহামারিতে চীনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ হাজার ২৭০ জন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply