বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ১০টি কোম্পানি দায়ী: মির্জা ফখরুল

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ১০টি কোম্পানিকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, তাদের সাথে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত। লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগণকে গণভবনে হারিকেন পাঠিয়ে শেখ হাসিনার হাতে ধরিয়ে দেয়ার আহ্বান বিএনপি মহাসচিবের।

শুক্রবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে হারিকেন হাতে ব্যতিক্রম প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, আওয়ামী লীগের মহা দুর্নীতিতে দেশ এখন ধ্বংসের পথে। জ্বালানি খাতকে পথে বসিয়েছে তারা। শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে সরকার।

এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, এই সরকার যতদিন থাকবে ততদিন জনগণের সুখ আসবে না। বলেন, বিএনপির এখন একটাই দাবি, এই মুহূর্তে সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply