Site icon Jamuna Television

সাংবাদিক অমিত হাবিবের দ্বিতীয় জানাজা সম্পন্ন, মরদেহ নেয়া হচ্ছে গ্রামের বাড়িতে

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের দ্বিতীয় জানাজা শেষ হয়েছে। জাতীয় প্রেসক্লাবে এই জানাজায় অংশ নিয়েছেন তার সাবেক ও বর্তমান সহকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এর আগে শুক্রবার (২৯ জুলাই) সকালে দেশ রূপান্তরের কার্যালয়ে সাংবাদিক অমিত হাবিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সহকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে নেয়া হচ্ছে। রাতে সেখানেই তাকে দাফন করা হবে।

এর আগে, গত ২১ জুলাই রাতে অফিসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হয়। দেশ রূপান্তরের সম্পাদক হিসেবে যোগ দেয়ার আগে অমিত হাবিব ভোরের কাগজ, কালের কণ্ঠ, সমকাল, যায়যায় দিনসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

এসজেড/

Exit mobile version