Site icon Jamuna Television

শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা।

২০১০ ফিফা বিশ্বকাপের থিমসং ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে দুনিয়াব্যাপী ঝড় তোলা কলম্বিয়ান পপ সেনসেশন শাকিরার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। দোষী সাব্যস্ত হলে শাকিরাকে করা হতে পারে জরিমানা, এমনকি যেতে হতে পারে জেলেও। খবর মার্কার।

স্পেনের সরকারি এক আইনজীবী শাকিবার বিরুদ্ধে ১৪.৫ মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দেয়ার এ অভিযোগ তুলেছেন। ওই আইনজীবীর দাবি, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন শাকিরা।

সম্প্রতি, এ মামলা নিষ্পত্তির জন্য স্প্যানিশ প্রসিকিউটরদের দেয়া এক প্রস্তাব গ্রহণ না করে আইনের পথ বেছে নিয়েছেন শাকিরা। শাকিরার পাবলিক রিলেশন টিমের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শাকিরা বিশ্বাস করেন তিনি নির্দোষ। এজন্য তিনি আইনের হাতে বিষয়টি ছেড়েছেন।

/এসএইচ

Exit mobile version