চট্টগ্রামে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ: চার সদস্যের তদন্ত কমিটি গঠন

|

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন নিহতের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের স্বজনদের দাবি, আরপিএইচ কোচিং সেন্টার থেকে শিক্ষাসফরেই খৈয়াছড়া ঝর্ণায় নিয়ে যাওয়া হয়েছিল তাদের। নিহতদের মধ্যে চারজন ওই কোচিং সেন্টারের শিক্ষক এবং বাকিরা এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, দুর্ঘটনার তিন ঘণ্টা পর দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি অবসরণ করেছে ফায়ার সার্ভিস। এরপরই চট্টগ্রামমুখী ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মিরসরাইয়ের বরতাকিয়ায় রেলস্টেশন অঞ্চলে ঘটে এ দুর্ঘটনা। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের সাথে পর্যটকবাহী মাইক্রোবাসের ধাক্কায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন, গেটম্যান না থাকায় মাইক্রোবাসটি ট্রেনলাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেন এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। গেটম্যানসহ এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন স্বাজনরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply