প্রশাসনের গাড়ি দেখেই চম্পট দিলো কিশোরীকে বিয়ে করতে আসা বরযাত্রী

|

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরের চৌগাছায় সীমান্তবর্তী আন্দুলিয়া গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস। এসময় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করেন তিনি। এদিকে বিয়ে বাড়িতে প্রশাসন আসার খবর পেয়ে পালিয়ে যায় বরপক্ষ।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে আন্দুলিয়া গ্রামে এক শিশুর বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস এ সময় পুলিশের একটি টিম নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। তিনি কনের পরিবারকে সতর্ক করেন এবং মেয়ের বিয়ের বয়স না পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেন।

কনের বাবা প্রবাসে থাকায় তার নানা লিয়াকত আলী এ বিয়ের আয়োজন করেন। বাল্যবিবাহ আয়োজন করায় তাকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply