কাতার ভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম আল জাজিরা তাদের বেশ কিছু কর্মীকে ছাঁটাই করেছে। মূলত ব্যয় সংকোচন নীতির কারণে চ্যানেলটির অন্তত ১০টি বিভাগের বিভিন্ন পদ থেকে সিনিয়র ও জুনিয়র কর্মীদের ছাটাই করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
গত বছর ৫ জুন সৌদি আরব, আরব আমিরাত, মিশর ও বাহরাইন মিলে প্রতিবেশি কাতারের ওপর স্থল-জল-নৌপথসহ বাণিজ্যিক অবরোধ আরোপ করে। এক বছর পার হলেও সংকট সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সার্বিক বিবেচনায় অবরোধের মাধ্যমে কাতারকে নমনীয় করতে সক্ষম হয়নি সৌদি ও তার মিত্ররা। বিকল্প বাণিজ্যিক রুট তৈরির মাধ্যমে এবং ব্যাংক ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি ভর্তুকি দিয়ে বেশ ভালো ভাবেই অবরোধকে মোকাবেলা করেছে দেশটির সরকার।
রাষ্ট্রীয় অর্থায়নে চলা আল জাজিরা অবশ্য অবরোধের আগে থেকে তেলে দাম কমার কারণে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে। সর্বশেষ চলতি মে মাসেও বেশ কিছু কর্মীকে ছাটাই করেছে প্রতিষ্ঠানটি। তবে ৩ হাজার কর্মী কাজ করা সংবাদমাধ্যমটি থেকে মোট কতজনকে ছাটাই করা হয়েছে তা জানা যায়নি।
Leave a reply