Site icon Jamuna Television

বিনিয়োগের টাকা ফেরত চাইছেন আলেশা মার্টের গ্রাহকরা

বিনিয়োগের টাকা ফেরত দেয়ার দাবি জনিয়েছেন আলেশা মার্টের গ্রাহকরা। তাদের দাবি, মোটরসাইকেলের ওপর ৩৫ শতাংশ ছাড় দিয়ে টাকা নেয়া হলেও পণ্য দেয়া হয়নি।

শুক্রবারে (২৯ জুলাই) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আলেশা মার্টের কাস্টমারস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জানানো হয়, কয়েক দফা গ্রাহকদের কাছ থেকে অর্থ নেয়া হলেও সে অনুযায়ী পণ্য দেয়া হয়নি। পণ্য দিতে না পেরে অর্থ ফেরতের জন্য চেক দেয়া হলেও চেক ডিজঅনার হয়।

তাই আলেশামার্টের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাওয়া নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তারা।

/এডব্লিউ

Exit mobile version