Site icon Jamuna Television

ড্রাইভিং লাইসেন্স জটিলতার কারণে সড়কে বিশৃঙ্খলা বাড়ছে: জাফরুল্লাহ চৌধুরী

ড্রাইভিং লাইসেন্স পেতে জটিলতার কারণে সড়কে বিশৃঙ্খলা বাড়ছে বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর শুক্রাবাদে দৃক গ্যালারির অডিটোরিয়ামে নিরাপদ সড়ক আন্দোলনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ১৫ লাখ মানুষ ড্রাইভিং লাইসেন্সের অপেক্ষায়। তাই সড়কে নৈরাজ্যের জন্য সরকার দায়ী বলে মনে করেন তিনি। ডা. জাফরুল্লাহ দাবি করেন, অধিকাংশ পু্লিশ কর্মকর্তা, সরকারি কর্মকর্তারই লাইসেন্স নেই।

২০১৮ সালে ৯ দফা দাবিতে শুরু হওয়া নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন শুরু হয় সে আন্দোলন শিক্ষার্থীদের অব্যাহত রাখার আবেদন জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ দেশের বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

/এডব্লিউ

Exit mobile version