আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন আত্মঘাতী বোমা হামলা

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কাবুল ক্রিকেট স্টেডিয়ামে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। তবে দুই দলের ক্রিকেটার এবং বোর্ড কর্মকর্তারা অক্ষত আছেন।

শুক্রবার (২৯ জুলাই) এই ভয়াবহ ঘটনা ঘটে বলে জানিয়েছে ক্রিকট্র্যাকার।

আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নসিব খান বলেন, ঘরোয়া একটি লিগের খেলা চলাকালীন স্টেডিয়ামের গ্যালারিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে চারজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

কাবুল স্টেডিয়ামে সেই সময় স্পাগিজা ক্রিকেট লিগে খেলা চলছিল বন্দে আমির ড্রাগনস এবং পামির জালমির মধ্যে। জাতিসংঘের কয়েকজন কর্মকর্তা এসময় মাঠে উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর ক্রিকেটাররা বাঙ্কারের দিকে দৌঁড়ে যায়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply