মীরসরাইয়ে দুর্ঘটনায় নিহতদের লাশ হস্তান্তর করা হলো পরিবারের কাছে

|

শনিবার (৩০ জুলাই) সকাল ১০টায় স্থানীয় মাঠে নিহত ১১ জনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ১১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে তাদের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয় রেলওয়ে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে নিহতদের মরদেহ নেয়া হয় হাটহাজারি আমানবাজারের খন্দকিয়া গ্রামে। একসাথে ১১ কিশোর-তরুণের মরদেহ গ্রামে যাওয়ায় তৈরি হয় হৃদয়বিদারক পরিবেশ। শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম।

নিহতদের স্বজনরা জানান, শনিবার (৩০ জুলাই) সকাল ১০টায় স্থানীয় মাঠে নিহত ১১ জনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাদের।

প্রসঙ্গত, শুক্রবার মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস ভয়াবহ দুর্ঘটনায় এ ১১ জনের মৃত্যু হয়। তারা  কোচিং সেন্টার থেকে শিক্ষাসফরে গিয়ে খৈয়াছড়া ঝর্ণা দেখে ফিরছিলেন। ইতোমধ্যে এ ঘটনার তদন্তে গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদের জন্য যে রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে সেখানকার গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply