একাধিক জায়গায় আগুন লাগানোর অভিযোগে এক ফায়ার সার্ভিস কর্মীকে গ্রেফতার করেছে ফ্রান্স পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী একাধিক দাবানলের সাথে যুক্ত রয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দক্ষিণ ফ্রান্সের হেরল্ট অঞ্চল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর এএফপির।
মন্টপেলিয়ার প্রসিকিউটর ফ্যাব্রিস বেলারজেন্ট একটি বিবৃতিতে জানান, অভিযুক্ত স্বেচ্ছাসেবী ফায়ার সার্ভিস কর্মী লাইটার দিয়ে একাধিক জায়গায় আগুন দেয়ার কথা স্বীকার করেছে।
বেলারজেন্ট আরও জানান, অভিযুক্ত ব্যক্তিকে এর কারণ জিজ্ঞেস করা হলে সে জানায়, সে তার পারিবারে নিপীড়নের শিকার হচ্ছিলো এবং সে এটি উত্তেজনাবশত করে ফেলেছে। মূলত সে তার কাজের সামাজিক স্বীকৃতি চায়।
তার আইনজীবী জানান, যদি সে দোষী সাব্যস্ত হয় তবে তার ১৫ বছরের জেলসহ দেড় লক্ষ ইউরো জরিমানা হতে পারে।
প্রাক্তন ফায়ার ব্রিগেড কর্নেল লুডোভিক পিংগানাউড বলেন, ফায়ার সার্ভিসে এমন ব্যক্তি থাকাটা খুবই ঘৃণ্য ব্যাপার। ফ্রান্সে ২ লক্ষ স্বেচ্ছাসেবক ফায়ারম্যান রয়েছে। যাদের মধ্যে খুব কম ব্যক্তি এমন অসুস্থ।
এটিএম/
Leave a reply