ব্রাজিলে ৪১ বছর বয়সী এক ব্যক্তি মাঙ্কিপক্সে মারা গেছেন। আফ্রিকার বাইরে এটিই প্রথম মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। শুক্রবার (২৯ জুলাই) এমন তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপির।
ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতার নানা সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস রাজ্যের রাজধানী বেলো হরিজন্তে মারা যান তিনি।
এদিকে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লোকটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তার অন্যান্য জটিল স্বাস্থ্য সমস্যা ছিল।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এখন পর্যন্ত ব্রাজিলে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এর আগে গেল ১০ জুন দেশটিতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত করা হয়।
এটিএম/
Leave a reply