হবিগঞ্জে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় চালক-হেলপার নিহত

|

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রাক। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলার বাগানবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শাহী মহল্লা এলাকার আলী শেখ এর পুত্র লিটন শেখ (৫৫)। তবে হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ জানান, সকালে বাগানবাড়ি এলাকায় ঢাকা থেকে সিলেটগামী রডবোঝাই একটি ট্রাকের চাকা বিকল হয়ে যায়। চালক গাড়ি থেকে নেমে চাকাটি পরীক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় পেছনের ট্রাকের হেলপারকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নেয়া হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply