ফসলের ক্ষেতে গৃহবধূর দগ্ধ লাশ, পরিবার বলছে, জীনে মেরেছে

|

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে একটি বিলে এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। এ কৃষক মাঠে কাজ করতে গিয়ে প্রথম আগুনে পোড়া লাশটি দেখেন। মৃত পড়ে থাকা নারীর নাম আমেনা বেগম। ওই কৃষক আমেনার মৃতদেহ দেখে চিৎকার করে লোকজন ডাকেন। স্থানীয়রা বলছেন, আমেনাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে পরিবারের লোকজনের দাবি, আমেনাকে মেরেছে জীন।

শনিবার (৩০ জুলাই) আমেনা বেগম ইউনিয়নের চরভূতা গ্রামের কৃষক দিদার হেসেনের স্ত্রী। তাদের ঘরে তিনটি মেয়ে আছে। যেখানে আমেনার লাশ পাওয়া গেছে, সেটি তার বাড়ির পাশেই।

আমেনার পরিবারের লোকজন বলছে, ২০১৪ সালে দিদার হোসেনের সাথে তার বিয়ে হয়। তাদের মধ্যে সাংসারিক কোনো ঝামেলা ছিল না। তবে আমেনার ওপর জীনের আছর ছিল। বেশ কয়েকবার কবিরাজের মাধ্যমে তার চিকিৎসা করানো হয়েছে। তবে সুস্থ হননি তিনি। শনিবার সকালে জীনই তাকে মেরে ফেলেছে বলে দাবি করেছেন আমেনার সহোদর।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। এবিষযে
আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply