জোড়া আঘাতে নিয়ন্ত্রণে জিম্বাবুয়ের রানের গতি

|

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মোসাতাফিজের পর মোসাদ্দেকের আঘাতে প্রতিপক্ষের রানের গতি নিয়ন্ত্রণে রেখেছে টাইগাররা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান।

দলীয় ১৫ রানের মাথায় মোস্তাফিজুর রহমানের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন ওপেনার রেজিস চাকাভা। এরপর হাত খুলে খেলার চেষ্টা করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। কিন্তু মোসাদ্দেক হোসেনের বলে প্লেইড অন হয়ে ব্যক্তিগত ২১ ও দলীয় ৪৩ রানের মাথায় আউট হন আরভিন। ক্রিজে এখন আছেন ওয়েসলি মাধেভেরে ও শন উইলিয়ামস। মাধেভেরে ২৮ ও উইলিয়ামস ব্যাট করছেন ১৬ রান নিয়ে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, তানাকা চিভাঙ্গা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply