Site icon Jamuna Television

শর্তের কারণে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ পাচ্ছেন না প্রবাসীরা: ওকাপের গবেষণা

কঠিন শর্তের কারণে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ সহায়তা পাচ্ছেন না প্রবাসীরা। লোনের আবেদন করে ১৫ থেকে ২০ বার ব্যাংকে যাওয়া আসা করতে হয় গ্রাহককে। সময় লাগে ৬ থেকে ৯ মাসের বেশি। ব্যাংকও লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণে ব্যর্থ হচ্ছে।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জামানত হিসেবে এসব শর্ত দেয়া হয় যা অনেক প্রবাসীর পক্ষে সম্ভব নয়। দীর্ঘ দিন পর দেশে ফেরা প্রবাসীর দায়িত্ব নিতে চায় না স্থানীয় জন প্রতিনিধিরা। নিজের আত্মীয়রাও গ্যারান্টার হতে চায় না। তাই এসব বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকেরও ভেবে দেখা দরকার। ঋণ প্রকল্প তৈরিতেও বৈচিত্র আনার পরামর্শ দেয়া হয় গবেষণা প্রতিবেদনে।

এদিকে, প্রবাসী কল্যাণ সচিব জানিয়েছেন, ঋণ যেহেতু অনুদান নয়, তাই আদায়ের বিষয়টি ভাবতে হচ্ছে তাদের। তারপরও যতটা সহজীকরণ করা যায়, তা করার কথা জানান তিনি।

/এমএন

Exit mobile version