অর্থনৈতিক সঙ্কট নিয়ে তোপের মুখে পড়ে গত ৯ জুলাই বাসভবন ছাড়েন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর দেশেই কয়েকদিন আত্মগোপনে থাকার পর মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে বসেই ই-মেইলে দেন পদত্যাগপত্র। গোতাবায়া তার বাসভবন ছাড়ার পরই সেখানে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে পুলিশের হাতে দেয়া হয়েছিল বলে দাবি করেছিলেন আন্দোলনকারীদের একাংশ।
শনিবার (৩০ জুলাই) কলম্বোর আদালতে হলফনামা দিয়ে সে কথাই জানায় শ্রীলঙ্কান পুলিশ। বৃহস্পতিবার কলম্বো সেন্ট্রাল ক্রাইমস ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্বে থাকা পুলিশ সুপারিনটেনডেন্ট ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে অর্থ হস্তান্তর করেছেন। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা গোতাবায়ার প্রাসাদের ভেতর থেকে ১ কোটি ৭৯ লক্ষ শ্রীলঙ্কান রুপি উদ্ধার করেছে যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে কেন তিন সপ্তাহ ধরে পুলিশ আদালতে টাকা জমা দিতে ব্যর্থ হয়েছে সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কলম্বো আদালেতর ম্যাজিস্ট্রেট। তিনি পুলিশ মহাপরিদর্শককে অর্থ জমাদানে বিলম্বের বিষয়ে অবিলম্বে তদন্ত করতে এবং আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট পার করছে শ্রীলঙ্কা। গত এপ্রিলের মাঝামাঝি সময় শ্রীলঙ্কার সরকার দেশটিকে দেউলিয়া ঘোষণা করেছেন।
তথ্যসূত্র: এনডিটিভি।
জেডআই/
Leave a reply