রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শেষ হচ্ছে আজ

|

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের শেষ দিন আজ রোববার (৩১ জুলাই)। এদিন ইসির সঙ্গে সংলাপে বসবে দুইটি রাজনৈতিক দল। এরমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপের সময় নির্ধারণ করা আছে বিকেল ৩টায়।

আর রোববার সকাল ১১টায় ইসির সঙ্গে সংলাপে বসেছে জাতীয় পার্টি। মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলটির প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেয়। জানা গেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটি ইসির সংলাপে অংশগ্রহণ করবে।

সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোর দেয়া সুপারিশ ও দাবি পর্যালোচনা করে ঠিক করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি।
/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply