গ্রেফতার এড়াতে সাত বছর ধরে পেশা ও জায়গা বদল, হলো না শেষরক্ষা

|

পরিচয় গোপন করতে বিভিন্ন সময় সবজি বিক্রেতা, ভ্যানচালক বা হোটেল কর্মচারী হিসেবে কাজ করেছেন। গ্রেফতারের ঝুঁকি এড়াতে এক জায়গায় থাকেননি বেশিদিন। কিন্তু শেষরক্ষা হয়নি। সাত বছর পর র‍্যাবের হাতে ধরা পড়েছে মানিকগঞ্জের চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার মৃত্যুদণ্ড আসামি নজরুল ইসলাম।

রোববার (৩১ জুলাই) দুপুরে মানিকগঞ্জ র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার লে. আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর থেকে মৃত্যদন্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। দীর্ঘ সাত বছর তিনি সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। গ্রেফতার এড়ানোর জন্য তিনি ঘন ঘন পেশা বদল করতেন বলেও জানায় র‍্যাব।

২০১১ সালের ২৮ নভেম্বর জেলার হরিরামপুর উপজেলার কদমতলি গ্রামে স্ত্রীর পরকীয় দেখে ফেলায় খুন হন ইদ্রিস আলী।এ মামলায় স্ত্রী সেলিনা আক্তার ও পরকীয়া প্রেমিক নজরুল ইসলামকে মৃত্যদণ্ড দেন আদালত।

/এব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply