ইউএনও অফিসের তালা ভেঙে চুরি, নিয়ে গেছে সিসি ক্যামেরার ডিভিআরও

|

নেত্রকোণার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢুকে নগদ প্রায় ৪ লাখ টাকাসহ সিসি ক্যামেরার ডিভিআর চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ জানান, রোববার (৩১ জুলাই) সকালে প্রকৌশলী কর্মকর্তার কার্যালয়ের নিচতলার গেটসহ দ্বিতীয় তলায় তিনটি কক্ষের তালা ভাঙা দেখতে পান নৈশপ্রহরী। পরে কর্মকর্তারা এসে হিসাব মিলিয়ে দেখেন, সবমিলে নগদ প্রায় ৪ লাখ টাকা চুরি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ জানান, কার্যালয়ের তালা ভেঙে দুর্বৃত্তরা সিসি ক্যামেরার ডিভিআর ও নগদ ৪ লাখ টাকা নিয়ে চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাইটগার্ড উজ্জ্বল দাসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply