যাত্রীর পায়ুপথে ১২টি স্বর্ণের বার, আটক ১

|

বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট এলাকা থেকে ১২ পিচ স্বর্ণের বারসহ মহিউদ্দিন ভূইয়া নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বেনাপোল কাস্টম-শুল্ক গোয়েন্দা সদস্যরা। আটক মহিউদ্দিন ভূইয়া তিতাস কুমিল্লার শাহারিয়া ভূইয়ার ছেলে।

বেনাপোল কাস্টম-শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল এর উপ-পরিচালক সাইফুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, স্বর্ণ পাচারকারীর এক সদস্য স্বর্ণের চালান নিয়ে ভারতে যাচ্ছে। এ ধরণের সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা চেকপোষ্ট নো-ম্যান্সল্যান্ড এলাকা থেকে মহিউদ্দিন ভূইয়া নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। তার কাছে স্বর্ণের কথা জিজ্ঞাসা করলে প্রথমে তিনি অস্বীকার করলেও এক্সরে করার পর স্বীকার করেন তার পায়ুপথে ১২ পিচ স্বর্ণ আছে। এ স্বর্ণ গুলি তিনি তাতীবাজার থেকে নিয়ে কোলকাতার একজনকে দেয়ার জন্য নিয়ে যাচ্ছেন ১৪ হাজার টাকা কমিশনে। পরে তার পায়ু পথ থেকে ১২ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক মহিউদ্দিন ভূইয়াকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবং স্বর্ণ গুলি বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply