পরপর লিটন ও বিজয়ের বিদায়েও সহজ জয়ের পথে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

ওপেনার লিটন দাসের দৃঢ়তায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। মাত্র ৯ ওভারেই ১ উইকেট হারিয়ে তুলে ফেলেছিল ৭৮ রান। তবে ৭৮ রানের মাথায় লিটন ও ৮১ রানে এনামুল হক বিজয়ের বিদায়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে এরপর ইনিংসের হাল ধরেন নাজমুল হোসাইন শান্ত ও আফিফ হোসাইন। ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে ১১০ রান। ৩৩ বলে ৫৬ রান করে ফিরে গেছেন লিটন।

১৩৬ রানের টার্গেটে খেলতে নামে ৩৭ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ মুনিম শাহরিয়ার। ৮ বলে ৭ রান করেন তিনি। এরপর উইকেটে আসেন এনামুল হক বিজয়। তাকে নিয়ে ৪১ রানের জুটি গড়েন লিটন। তবে দলীয় ৭৮ রানের মাথায় শন উইলিয়ামসের স্পিনে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন লিটন। আর ৮১ রানের মাথায় সিকান্দার রাজার বলে ক্যাচ দিয়ে ফেরেন বিজয়। ১৫ বলে বিজয় করেন ১৬ রান।

এর আগে, মোসাদ্দেকের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৩৬ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। তবে, সিকান্দার রাজা অমন দুর্দান্ত ইনিংস না খেললে এই রান করতে পারতো না দেশটি। শুরুর দিকে মোসাদ্দেকের পাঁচ উইকেট শিকারে একসময় জিম্বাবুয়ের স্কোর ছিল ৩১ রানে ৫ উইকেট। সেখান থেকেই শুরু হয় সিকান্দার রাজার প্রতিরোধ। ৫৩ বলে ৬২ রান করে উনিশতম ওভারে সাজঘরে ফেরেন রাজা। তাকে যোগ্য সঙ্গ দেন রায়ার্ন বার্ল। ৩১ বলে ৩২ রান করেন বার্ল। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে ২০ রানে ৫ উইকেট নেন মোসাদ্দেক। একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। ১৭ বলে ১৯ রানে অপরাজিত আছেন আফিফ হোসাইন। আরেক প্রান্তে ১২ বলে ১১ রানে অপরাজিত শান্ত।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply