কোপার নবম আসরে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন ব্রাজিল

|

ছবি: সংগৃহীত

নারী কোপা ফাইনালের নবম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। কলম্বিয়ার মাঠে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। ম্যাচের ৩৯ মিনিটে জয়সূচক গোলটি আসে ফরোয়ার্ড ডেবিনহার পা থেকে।

নিজেদের মাঠ, সমর্থকদের উল্লাস সব দিক থেকেই ফাইনালে এগিয়ে ছিল কলম্বিয়া। কিন্তু শেষ হাসি হাসলো ব্রাজিলের নারী দল। অথচ নারী ফুটবল একসময় নিষিদ্ধ ছিল ব্রাজিলে। ১৯৮৩ সালে নিষেধাজ্ঞা উঠানোর পর থেকে দারুণ সফল ব্রাজিলের নারী ফুটবল। ১৯৯১ সাল থেকে শুরু হওয়া মেয়েদের কোপা আমেরিকার ৯ টি আসরের মধ্যে ৮ টিতেই চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০৬ সালে চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছিলো আর্জেন্টিনা।

আরও পড়ুন: বলে-ব্যাটে উজ্জ্বল মোসাদ্দেক ও লিটন, সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলের নারী ফুটবলে এক অনন্য ইতিহাস গড়লেন কোচ পিয়া সানধাগে। তিনিই প্রথম নারী কোচ যিনি কোপা ট্রফি উঁচিয়ে ধরলেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply