রুশ হামলায় নিহত ইউক্রেনের শীর্ষ ব্যবসায়ী

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার হামলায় প্রাণ হারালেন ইউক্রেনের শীর্ষস্থানীয় খাদ্যশস্য ব্যবসায়ী এবং তার স্ত্রী। রোববার (৩১ জুলাই) তথ্যটি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার ভোররাতে ধনকুবের ওলেক্সাই ভেদাতুরস্কির বাসভবন লক্ষ্য করে চালানো হয় মিসাইল হামলা। এতে প্রাণ হারান ৭৪ বছরের ওই ব্যবসায়ী এবং তার স্ত্রী। ইউক্রেনের অন্যতম খাদ্যশস্য রফতানিকারক প্রতিষ্ঠান নিবুলনের মালিক ছিলেন তিনি। এমনকি ভূষিত হয়েছেন ‘হিরো অব ইউক্রেন’ খেতাবেও।

এদিকে ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, খোদ প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তিনি বলেন, জাতির জন্য মারাত্মক ক্ষতি হলো তার প্রয়াণে।

শহরটির গভর্নর জানান, ভারি বোমাবর্ষণ এবং মিসাইল হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে একটি হোটেল, স্পোর্টস কমপ্ল্যাক্স, দুটি স্কুল এবং একটি যোগাযোগ স্টেশন। মূলত ওডেসা বন্দরে চলাচলের অন্যতম পথ মাইকোলাইভ। সেটিকে ঘিরেই সম্প্রতি হামলা বাড়িয়েছে রাশিয়া।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply