ক্রেডিট কার্ডধারীদের টার্গেট করে অনলাইনে প্রতারণা; মূলহোতা গ্রেফতার

|

আর্থিক লেনদেনের প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রেডিট কার্ডধারীদের টার্গেট করে অভিনব কায়দায় প্রতারণার দায়ে চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে করেছে সিআইডি।

সোমবার (১ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় খোকন ব্যাপারী নামের ওই অপরাধীকে। সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে খোকন ব্যাপারী। তার নেতৃত্বে ৩ থেকে ৪ সদস্যের একটি প্রতারকচক্র মোবাইলে আর্থিক লেনদেনের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিকাশ, নগদ বা রকেটের কর্মকর্তা পরিচয় দিয়ে কয়েক ধাপে ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের টাকা তুলে নিতো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply