ট্রেন কাউকে ধাক্কা দেয় না, কেউ ট্রেনকে ধাক্কা দিলে তার দায়িত্ব রেলওয়ে নেবে না। এমনটাই বলেছেন, রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
সোমবার (১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জে ভ্রাম্যমান রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, রেল যখন চলাচল করে তখন আশপাশ দিয়ে ১৪৪ ধারা জারি থাকে। সেখানে কারও অবস্থান বা চলাচল নিষিদ্ধ। ওই সময়ে ট্রেনকে ধাক্কা দিয়ে যদি কেউ অঘটন ঘটায় তার জন্য রেলকে দায়ি করা যায় না।
তিনি আরও বলেন, রেল তো রেলের লাইনের ওপর দিয়ে চলে। এদিক ওদিক যাওয়ার সুযোগ নেই। অন্যজন এসে রেলে ধাক্কা খাবে আর তার দায়ভার আপনারা রেলের ওপর দিবেন এটা যুক্তিসঙ্গত হবে না।
/এনএএস
Leave a reply