Site icon Jamuna Television

ফুটবল খেলতে গিয়ে আহত রণবীর!

মুম্বাইয়ে একটি চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে আহত হয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর। তিনি ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি হন।

পরীক্ষার পর রণবীর কাপুরের পায়ে ব্যান্ডেজ দেয়া হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে বাসায় যাওয়ার অনুমতি দেয়া হয়। এ সময় তাকে কয়েক দিন বাসায় পূর্ণ বিশ্রাম নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।

জানা গেছে, সেই চ্যারিটি ফুটবল ম্যাচে অভিষেক বচ্চন ও রণবীর কাপুরের দুই দলের মধ্যে খেলা হয়। এই ম্যাচে ট্রফি জিতেছে অভিষেক বচ্চনের ফুটবল দল।

এদিকে রণবীরের একটি ছবির শুটিং চলছে গোয়ায়। যেখানে চিকিৎসকরা তাকে কয়েক দিন বাসায় পূর্ণ বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন, সেখানে পরদিন রোববার তিনি গোয়ায় যান। অংশ নেন শুটিংয়ে। পায়ের ব্যথার কাছে তার পেশাদারীকে হার মানতে দেননি তিনি।

২৯ জুন মুক্তি পাচ্ছে রণবীর কাপুর অভিনীত ছবি ‘সঞ্জু’। এই ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর।

Exit mobile version