গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা থেকেই তাইওয়ান সফর: মার্কিন স্পিকার

|

গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই তাইওয়ান সফর। দেশটিতে অবস্থানকালেই টুইটবার্তায় এ সমর্থন জানান মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি।

বুধবার (৩ আগস্ট) সকালে তাইওয়ানের পার্লামেন্টে পৌঁছান মার্কিন স্পিকার। অধিবেশনে রাখতে পারেন ভাষণ। এরপরই কর্মসূচি অনুসারে প্রেসিডেন্ট সাই ইংওয়েনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। মধ্যাহ্নভোজের পর তাইওয়ান ত্যাগ করবেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে চীনের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও তাইপেতে পৌঁছান মার্কিন স্পিকার। পরে তার অবস্থানরত হোটেলের বাইরে বিক্ষোভ করেন চীনপন্থিরা; ফিরে যেতে বলেন যুক্তরাষ্ট্রে। এ সময় টুইটারে পোস্ট করা বার্তায় ন্যান্সি পেলোসি জানান, তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অক্ষুন্ন রাখতেই এ সফর। গোটা বিশ্ব যখন স্বৈরতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে যেকোনো একটিকে বেছে নিচ্ছে; সে সময় ২৩ মিলিয়ন তাইওয়ানিজের পাশে দাঁড়ানো দায়িত্ব।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply