চীনের নিষেধাজ্ঞার কবলে তাইওয়ানের খাদ্যপণ্য

|

চীনের নিষেধাজ্ঞার কবলে পড়লো তাইওয়ানের খাদ্যপণ্য। মার্কিন স্পিকারের সফরকে ঘিরেই অর্থনৈতিক এ খড়গ। খবর এপি’র।

বুধবার (৩ আগস্ট) সকালে চীনের বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন, তাইওয়ান থেকে অনির্দিষ্টকালের জন্য লেবু বা কমলা জাতীয় ফল, দুই প্রজাতির মাছ ও বালু না আনার। একদিন আগেই তাইওয়ানে উৎপাদিত বিস্কুট ও কনফেকশনারি খাবারের ওপর পড়ে নিষেধাজ্ঞার খড়গ। অর্থনীতির জন্য অনেকাংশে চীনের ওপর নির্ভরশীল তাইওয়ান। সেখান থেকে ৩০ শতাংশ পণ্য ও খাদ্যশস্য রফতানি করা হয় বেইজিংয়ে। তাছাড়া, অন্যতম বাণিজ্যিক সহযোগীও তারা।

এদিকে বুধবার দরপতনের মধ্যে দিয়ে এশিয়ার পুঁজিবাজারে শুরু হয় লেনদেন। তাইওয়ানের স্টকের সূচক এক দশমিক ৬ শতাংশ নিম্নমুখী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply