বিশ্ব বন্ধু দিবস আজ

|

বন্ধু দিবস আজ। আগস্টের প্রথম রোববার পালিত হয় একের প্রতি অন্যের ভালোবাসা ও সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার দিন।

বন্ধু ছাড়া জীবন বর্ণহীন। যারা বন্ধুত্বকে একটু একটু করে আলাদা জগতের সুখ অনুভূতিতে অনুভব করতে শিখেছে, তারা নানাভাবে বন্ধু দিবস উদযাপন করে। মুঠোফোন, ফেসবুক, টুইটার কিংবা নিজ নিজ ব্লগ থেকে শুভেচ্ছা জানাবে একে অন্যকে। আবার কেউ কেউ ধার ধারে না দিন-তারিখের। প্রকাশ যেমনই হোক উদযাপনের পরিসর যতো ছোটই হোক বন্ধুত্বের স্বাদ অমলিন। যেখানে থাকে না জটিল-কুটিল সমীকরণ। ১৯৩৫ সালে, মার্কিন কংগ্রেস ঘোষণার পর আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস পালিত হয়ে আসছে।

/আরএএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply