যাত্রীদের লাগেজের যত্ন না নেয়া এবং ছুড়ে মারার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন। ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। সম্প্রতি বিমানের লাগেজ ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন করে যমুনা টেলিভিশন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর বলাকা ভবনে ব্রিফিয়ে যাত্রী ভোগান্তি, দুর্নীতি ও অনিয়ম নিয়ে কথা বলেন তিনি। জানান, নানা দুর্নীতির সংবাদ শোনা যায়; তবে বিমানে দুর্নীতির কোনো সুযোগ নেই। বিমান বাংলাদেশকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবেই দেখা হবে। ব্যবসায় যেন লাভ হয় সেটি তিনিও চান।
টরেন্টো ফ্লাইট সফল হবে দাবি করে বলেন, আন্তর্জাতিক ফ্লাইটগুলো যেভাবে চলে সেভাবেই চলবে। জানান, পাইলট নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের বিষয়ে কাজ করছে দুদক। স্বজনপ্রীতির ঘটনায় অভ্যন্তরীণ নিরীক্ষা করছে বিমান। এছাড়া দুদকের কাজে সহযোগিতা করা হচ্ছে।
/এমএন
Leave a reply