জাওয়াহিরি হত্যা; প্রতিক্রিয়া নির্ধারণে তালেবানের বৈঠক

|

ছবি: সংগৃহীত

মার্কিন ড্রোন হামলার আল-কায়েদারা শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি হত্যার প্রতিক্রিয়া জানানো উচিত কি না বা প্রতিক্রিয়া জানালেও তার সঠিক উপায় কী হবে, তা নিয়ে খুবই উচ্চপর্যায়ে বৈঠক করেছে তালেবান। খবর রয়টার্সের।

বুধবার (৩ আগস্ট) কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন তালেবানের জ্যেষ্ঠ এক নেতা।

তার বরাতে প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহতের প্রেক্ষিতে করণীয় নির্ধারণে দীর্ঘ বৈঠক করেছেন তালেবানের শীর্ষ নেতারা।

এর আগে, গত রোববার (৩১ জুলাই) কাবুলে একটি ভবনের ব্যালকনিতে ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে জাওয়াহিরি নিহতের খবর নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। যদিও তালেবান এখন পর্যন্ত জাওয়াহিরি নিহতের বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে, নাম প্রকাশের শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তান যেনো আবারও ষড়যন্ত্রকারী সন্ত্রাসীদের অভয়ারণ্য না হয়, সে জন্য আফগানিস্তানে আল কায়েদাকে লক্ষ্যবস্তু বানানো অব্যাহত রাখবে ওয়াশিংটন। আফগানিস্তানে আমেরিকার স্বার্থ সংরক্ষণে সহায়তা পেতে তালেবানের সাথে মার্কিন প্রশাসনের যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply