এশিয়া অঞ্চলে ভারত সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

|

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কম্বোডিয়ার নমপেনে আসিয়ান কূটনৈতিক সম্মেলনের সাইড লাইনে আলোচনায় বসেন দুই নেতা।

বৈঠকে এশিয়া অঞ্চলে ভারতকে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আখ্যা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে আরও উন্মুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে আঞ্চলিক মিত্রদের সাথে কূটনৈতিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ইস্যুতে সম্পোর্কন্নয়নের কোনো বিকল্প নেই।

ব্লিংকেন বলেছেন, শ্রীলঙ্কা ও মিয়ানমারসহ বেশ কয়েকটি পরিস্থিতি নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই উদ্বিগ্ন। ভারতে সাথে নিয়ে এই সমস্যাসমূহ উত্তরণের অপেক্ষায় আছি।

আরও পড়ুন: পাকিস্তানে বিশ বছর পর দখলমুক্ত হলো ১২০০ বছরের পুরোনো মন্দির

বৈঠকে দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারে তাগিদ দেয়া হয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠক অত্যন্ত কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কন্নয়নে আরও নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের চেষ্টা করা হচ্ছে।

সূত্র: এএনআই নিউজ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply