‘লুঙ্গি পরা’র কারণে টিকিট না পাওয়া সেই বৃদ্ধের সাথে দেখা করলেন মিম-রাজ

|

ছবি: সংগৃহীত

লুঙ্গি পরেছেন, তাই তাকে দেয়া হয়নি ‘পরাণ’ সিনেমার টিকিট। এক বৃদ্ধের এমন অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পরেছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেই ভিডিও শেয়ার দিয়ে বৃদ্ধের খোঁজ জানতে চেয়েছিলেন ‘পরাণ’-এর অভিনেতা শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এবার দেখাও পেয়ে গেছেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে সামান আলি সরকার নামে সেই বৃদ্ধের সঙ্গে দেখা করে ফেসবুকে চারটি ছবি শেয়ার করেন মিম। সেখানে লেখেন, সামান আলি সরকার চাচার সাথে দেখা হলো। একদম সাদাসিধে একজন মানুষ, ভালো মনের মানুষ। পরাণ নিয়ে চাচার উচ্ছ্বাস আমাকে ছুঁয়ে গেছে। সিনেপ্লেক্সকেও ধন্যবাদ ভুল বোঝাবুঝির এতটা দ্রুত অবসান করায়। পরাণ জনমানুষের সিনেমা। পরাণ নিয়ে সবার এত উচ্ছ্বাস, আবেগ দেখতে ভীষণ ভালো লাগছে।

আরও পড়ুন: ‘হাওয়া’র বিরুদ্ধে নতুন অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছিল, সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছেন ঐ বৃদ্ধ। সে সময় ভিডিও করা ব্যক্তি তাকে জিজ্ঞেস করেছেন, আপনার কাছে টিকিট বিক্রি করা হয়নি কেন? তখন বৃদ্ধ উত্তর দিয়েছেন, লুঙ্গি পরেছি, সেজন্য আমার কাছে টিকিট বিক্রি করা হয়নি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply