আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে সংঘাত, ৩ সেনাসদস্যের প্রাণহানি

|

নতুন করে সামরিক উত্তেজনা ছড়ালো আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে। ডয়চে ভেলের খবরে জানানো হয়, বুধবারের (৩ আগস্ট) সংঘাতে প্রাণ হারিয়েছেন ৩ সেনা সদস্য।

বিতর্কিত ভূখণ্ড নাগোরনো-কারাবাখের নিরাপত্তা বাহিনীর দাবি, আজারবাইজান সামরিক বাহিনীর চালানো ড্রোন হামলায় মৃত্যু হয়েছে দুই সেনার। গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন।

এদিকে হামলাটিকে আর্মেনিয়ার সশস্ত্র দলের স্যাবোটাজ হিসেবে আখ্যা দিয়েছে আজারবাইজান। তারা জানিয়েছে, হামলায় প্রাণ গেছে এক সেনাসদস্যের। সংঘাতকে কেন্দ্র করে সীমান্তে নজরদারি এবং অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দুই দেশই।

২০২০ সালের যুদ্ধে প্রাণ যায় ৬ হাজার ৬শ মানুষের। সেসময় শান্তিরক্ষী হিসেবে দুই হাজার সেনা ঐ অঞ্চলে মোতায়েন করে রাশিয়া।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply