শেখ কামালের উদ্যোগের কারণেই বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্র আধুনিক পর্যায়ে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আজ শুক্রবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় ক্রীড়া পরিষদের পুরস্কার’ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখার জন্য ৯ ব্যক্তি এবং ২ প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, শুধু খেলাধুলা নয়; শেখ কামালের উদ্যোগের কারণে বাংলাদেশের সংগীতও আধুনিক রূপ লাভ করেছে। শেখ কামালকে অনুসরণ করে বর্তমান প্রজন্ম সাংস্কৃতিক ক্ষেত্রে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: আগস্ট মাস এলেই বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে ওঠে: কাদের
জেডআই/
Leave a reply