আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চিহ্নিত ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত রাতে দেশীয় অস্ত্র, রামদা, ছুরি ও লোহার পাইপসহ তাদের আটক করে আখাউড়া থানা পুলিশ। আটককৃতরা হলো উবায়দুল হক প্রকাশ ভুট্টু মিয়া (৩৮) আমিনুল ইসলাম প্রকাশ তুফান (২৫), আল আমিন মিয়া (২৩), রায়হান মিয়া (২০), ইকরাম চৌধুরী (২০)।
জানা গেছে, আখাউড়া পৌর শহরের তারাগন এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে, এমন গোপন খবরে টহলরত পুলিশের একাধিক দল কৌশলে অভিযান চালায়। এসময় ডাকাতদলের ৫ জনকে আটক করতে সক্ষম হয় তারা।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই এলাকায় ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ৫ জনকে আটক করতে সক্ষম হন তারা। আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল বলে ওসি জানিয়েছেন।
/এডব্লিউ
Leave a reply