ইংল্যান্ডের কুখ্যাত সিরিয়াল কিলার দম্পতির নামে স্টেডিয়াম গ্যালারির নামের মিল থাকায় সমালোচনার মুখে পড়েছে দেশটির সাউথএন্ড ক্লাব। তাই দ্রুতই গ্যালারির নাম বদলানোর কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ষাটের দশকে ইংল্যান্ডের কুখ্যাত সিরিয়াল কিলার ছিলেন রোজ ওয়েস্ট এবং তার স্বামী ফ্রেড ওয়েস্ট। নিজেদের বাড়িতে একাধিক খুন করেছিলেন তারা। যার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। কিন্তু ১৯৯৫ সালে ১০টি খুনের দায়ে আজীবন কারাদণ্ড হয় এই দম্পতির। পরে রোজের স্বামী আত্মহত্যা করলেও কারাগারে শাস্তিপ্রাপ্ত অবস্থায় এখনও আছেন রোজ।
সাউথএন্ড ক্লাবের স্টেডিয়াম রুটস হলের পশ্চিম পাশের গ্যালারির নাম রাখা হয়েছে,’গিলবার্ট অ্যান্ড রোজ ওয়েস্ট স্ট্যান্ড’। গিলবার্ট ও রোজের সাথে স্পন্সরশিপের কারণেই গ্যালারির নামকরণ করা হয়েছিলো। কিন্তু এখন তা সমালোচিত হচ্ছে নেটোবিশ্বে।
সূত্র: বিবিসি
আরও পড়ুন: ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম ৮ হাজারি ক্লাবে তামিম
জেডআই/
Leave a reply