সকল ষড়যন্ত্র পায়ে মাড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাবে আওয়ামী লীগ: কাদের

|

ফাইল ছবি

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর জন্য এখনো চক্রান্ত চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সকল ষড়যন্ত্র পায়ে মাড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাবে আওয়ামী লীগ।

শুক্রবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এ সময় নেতাকর্মীদের মিথ্যাচার ও চক্রান্তের বিরুদ্ধে জবাব দেয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, শেখ কামালই ছিলেন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী। বঙ্গবন্ধুর সব গুণই ছিল তার মধ্যে। তিনি ছিলেন একজন ক্যারিসমেটিক লিডার।

আলোচনা সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আবহনী প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে আধুনিক ফুটবল জাগরণ তৈরি করে গেছেন শেখ কামাল। ক্ষমতার শীর্ষ পর্যায়ে থেকেও তাকে কখনো ক্ষমতার অহংকার স্পর্শ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply