চট্টগ্রামে শনিবার (৬ আগস্ট) সকাল থেকে নগর পরিবহণ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।
গণপরিবহণ বন্ধের সিদ্ধান্তটি শুক্রবার রাত ১১টা নাগাদ পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল যমুনা নিউজকে নিশ্চিত করেন। তাদের দাবি, দাম বৃদ্ধির পর থেকেই চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলো তেল বিক্রি বন্ধ রাখে। তেলের জন্য গেলে বলা হয়, পাম্পে কোনো তেল নেই। এছাড়াও তাদের দাবি, তেলের মূল্য বৃদ্ধি করা হলেও ভাড়া বৃদ্ধি না হওয়ায় তাদের লোকসানে পড়তে হবে। এ ব্যাপারে দ্রুত সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভিতর ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা, ও পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হবে।
/এম ই
Leave a reply