বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছেলে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সের আবেদন করা হলেও তা দেয়া হয়নি। অন্যদিকে, পর্যাপ্ত গাড়ি ভাড়াও ছিল না। অগত্যা হেঁটেই ছেলেকে নিয়ে রওনা দিলেন অসহায় বাবা। প্রায় ২৫ কিলোমিটার হেটে পৌঁছালেন গ্রামে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের স্বরূপরানি নেহরু হাসপাতালে। ছেলে শুভমকে নিয়ে ২৫ কিলোমিটারের এই পথ পাড়ি দিয়েছেন বাবা বজরঙ্গী যাদব।
বজরঙ্গী যখন ছেলেকে কাঁধে নিয়ে ফিরছিলেন তখন সেই দৃশ্য অবাক করে পথচারীদের। তাদের মধ্যে কেউ কেউ সেই দৃশ্যের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
In a heartwrenching incident, a father in Uttar Pradesh's Prayagraj carried his son's body amid heavy rain on his shoulder after the hospital refused to provide an ambulance.#India #prayagraj #uttarpradesh #father #son #viralvideos #UP #News #NewsUpdate #NewsAlert #NewsIndia pic.twitter.com/CnmB7bnRn9
— First India (@thefirstindia) August 4, 2022
সেই ভিডিও ভাইরাল হতেই অবশ্য নড়েচড়ে বসেছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর। ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। তবে, অজয় সাক্সেনা নামে হাসপাতালের শীর্ষ এক কর্তা বলেন, ঘটনাটির সঙ্গে হাসপাতালের কোনো যোগসূত্র নেই। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে রাজ্যটির মানবাধিকার কমিশন।
আরও পড়ুন: ৮ মাস পর আবারও জেগে ওঠা আগ্নেয়গিরি দেখতে পর্যটকদের ভিড়
সূত্র: আনন্দবাজার।
জেডআই/
Leave a reply