ফ্র্যাঙ্কফুটকে ৬-১ গোলে উড়িয়ে দিলো বায়ার্ন

|

ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেছে ইউরোপের শীর্ষ লিগসমূহের খেলা। জার্মান বুন্দেসলিগায় ফ্র্যাঙ্কফুর্টকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে বায়ার্ন মিউনিখ।

বড় জয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করা বাভারিয়ানদের জন্য নতুন কিছু নয়। উদ্বোধনী ম্যাচে ফ্র্যাঙ্কফুর্টের মাঠে ম্যাচের ৫ম মিনিটেই জসুয়া কিমিচের গোলে লিড নেয় বায়ার্ন।

এরপর প্রথমার্ধেই গুনে গুনে আরও ৪টি গোল করে জার্মান জায়ান্টরা। ১০ মিনিটে বেনজামিন প্যাভার্ড, ২৯ মিনিটে সাদিও মানে, ৩৫ মিনিটে মুসিয়ালা আর ৪৩ মিনিটে গিনাব্রির গোলে ৫-০’র লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন মিউনিখ।

দ্বিতীয়ার্ধে কোলা মুয়ানির কল্যাণে এক গোল শোধ দেয় ফ্র্যাঙ্কফুর্ট। তবে ৮৩ মিনিটে জামাল মুসিয়ালার গোলে ৬-১’র বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে আর্সেনাল।

গেলো ১৮ বছর ধরে লিগ শিরোপা ছুয়ে দেখা হয়নি গানারদের। আর শেষ চার বছর তো চ্যাম্পিয়ন্স লিগেই খেলতে পারেনি। তারপর নতুন স্বপ্ন নিয়ে নতুনভাবে নিজেদের সাজিয়ে উদ্বোধনী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের আতিথ্য নেয় মিকেল আর্তেতার দল।

ম্যাচের শুরুতেই লিড নিতে পারতো আর্সেনাল। তবে নতুন রিক্রুট গ্যাব্রুয়েল জেসুস আর মার্তিনেল্লি খুঁজে পাননি জালের ঠিকানা।

অবশ্য ২০ মিনিটে এবারের লিগের প্রথম স্কোরার হিসেবে নাম তোলেন মার্তিনেল্লি। কর্নার থেকে আসা বলে জিনচেঙ্কোর সাথে বোঝাপড়ায় জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি স্বাগতিকরা। উল্টো ম্যাচের ৮৫ মিনিটে জাকার ক্রস ফেরাতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন মার্ক গুয়েহির।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply